বাঁচার জন্য স্বামীকে জাপটে ধরে দু'জনেই অগ্নিদগ্ধ

স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিলো স্বামী!

পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী পিংকির (২০) গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে স্বামী সৌরভ (২৭)। এ সময় স্ত্রী স্বামীকে জাপটে ধরলে তিনিও অগ্নিদগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার পিবিএ’কে জানান, ঘটনাস্থল ঘুরে জেনেছি কিছুদিন আগে শহরের আদর্শপাড়া এলাকার সাত্তার মন্ডলের ছেলে সৌরভের সঙ্গে একই এলাকার মুন্না বিহারীর মেয়ে পিংকি’র সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তাদের মধ্যে বিরোধ হলে ওই মেয়ে সৌরভের নামে সদর থানায় মামলা করে।

বিয়ের শর্তে মামলা মীমাংসার পর দুই মাস আগে তাদের বিয়ে হয়। এরপর থেকেই উভয়ের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বিকেলে স্ত্রীর কাছে দুই হাজার টাকা দাবি করে সৌরভ। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বলেন অগ্নিদগ্ধ পিংকির শরিলের ৮০% আগুনে ঝলসে গেছে তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...