স্বামী-স্ত্রীর শারীরিক সম্পর্ক বন্ধ থাকলে ৬টি পরিবর্তন আসে

পিবিএ ডেস্ক: শারীরিক সম্পর্ক শুধু দাম্পত্যের জন্যই নয়, আপনার মানসিক ও শারী’রিক স্বাস্থ্যের জন্যও ভালো। কিন্তু লম্বা সময়ের দাম্পত্যে অনেক সময়েই দুজন বা একজনের মাঝে শারী’রিক সম্পর্কের প্রতি অনীহা দেখা যায়। বিভিন্ন কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও শারী’রিক সম্পর্কে ভাটা পড়ে। তখন কি শরীরের কোনো ক্ষতি হয়?

কুপার জানান, অনেকে নিয়মিত শারী’রিক সম্পর্ক ছাড়াও ভালো থাকে সারাজীবন। তবে কারও কারও ক্ষেত্রে শারী’রিক সম্পর্কের অভাবে স্ট্রেস থেকে অসুস্থতা দেখা দিতে পারে। হ্যাঁ, শারী’রিক সম্পর্ক কিছু সময়ের জন্য বন্ধ থাকলে হুট করে আপনার ওজন বেড়ে যাবে না, বা হৃদরোগ দেখা দেবে না। কিন্তু এ পরিবর্তনগুলো আসতে পারে-

১. শারী’রিক সম্পর্কের ইচ্ছা বাড়তে বা কমতে পারে
অনেকে স্বাস্থ্যগত কারণে শারী’রিক সম্পর্ক থেকে বিরত থাকতে পারেন। কিন্তু বিবাহ বিচ্ছেদ বা সঙ্গীর অনিচ্ছার কারণে শারী’রিক সম্পর্ক বন্ধ থাকলে এর ইচ্ছা বাড়তে বা কমতে পারে। কেউ কেউ আগের চাইতে নিরুত্তাপ হয়ে পড়েন, যৌ’নতার ইচ্ছা ক্রমশ কমে যেতে পারে। কিন্তু শারী’রিক সম্পর্কে অভাবেই আবার কেউ তা বেশি কামনা করতে পারেন।

২. মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন
সারি কুপারের মতে, শারী’রিক সম্পর্কের সময়ে দুজন মানুষের মাঝে যে অন্তরঙ্গতা থাকে, তা একে অপরের মেজাজা ভালো রাখতে সাহায্য করে। কারণ এতে আমাদের শরীরে অক্সিটোসিন ও এন্ডরফিন হরমোন নিঃসৃত হয় এবং তা আমাদের মন ভালো করে। শারী’রিক সম্পর্কের অভাবে তাই মেজাজ খারাপ থাকতে পারে। তবে তারমানে এই নয় যে গুরুতর কোনো মানসিক সমস্যা হবে।

৩. যৌ’নাঙ্গের দেয়ালে পরিবর্তন আসতে পারে
এ সমস্যাটি দেখা দিতে পারে সেসব নারীর ক্ষেত্রে যারা প্রায় মেনোপজ হবার বয়সে পৌঁছে গিয়েছেন। এ বয়সে শারী’রিক সম্পর্কের অভাবে যৌ’নাঙ্গের ভেতরের দিকের দেয়াল দুর্বল হয়ে পড়ে। ফলে কিছু সময় বন্ধ থাকার পর আবার শারী’রিক সম্পর্কে ফেরত গেলে ব্যথা অনুভুত হতে পারে। শুধু তাই নয়, এ বয়সে শরীরে ইস্ট্রোজেনের অভাব হয় বলে লুব্রিকেশনও কম হয় ফলে শারী’রিক সম্পর্ক আগের তুলনায় কঠিন ও কষ্টকর হতে পারে।

৪. সহজেই স্ট্রেসড হয়ে যেতে পারেন আপনি
শারী’রিক সম্পর্ক স্ট্রেস দূর করতে কার্যকরী। ফলে এর অভাবে আপনি সহজেই স্ট্রেসড হয়ে যেতে পারেন। তবে কারও কারও ক্ষেত্রে তার উল্টোটাও হতে পারে। কিছু নারীর ক্ষেত্রে শারী’রিক সম্পর্ক স্ট্রেস বাড়ার কারণ হয়। তাই শারী’রিক সম্পর্ক থেকে বিরত থাকলে তাদের স্ট্রেস কমতে পারে।

৫. ঋতুস্রাবের সময়ে ব্যথা বেশি হতে পারে
অনেকেই জানেন না, নিয়মিত শারী’রিক সম্পর্ক ঋতুস্রাবের ব্যথা কমাতে সাহায্য করে। তবে এ ব্যাপারে খুব একটা গবেষণা হয়নি। ড. লরেন স্ট্রেইচার জানান, নারীর জ’রায়ু একটি পেশীর মতো, একে যত ব্যবহার করা হয়, তা তত ভালো কাজ করে। ফলে ঋতুস্রাবের ব্যথাও কম হয়। শারী’রিক সম্পর্ক বন্ধ করলে তাই এ ব্যথা বাড়তে পারে।

৬. বুদ্ধিমত্তায় পরিবর্তন আসতে পারে
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ায় ইঁদুরের ওপর করা দুইটি গবেষণায় দেখা যায়, শারী’রিক সম্পর্ক মস্তিষ্কের কার্যক্ষমতা এবং কোষের বৃদ্ধি দুটোই বাড়ায়। ফলে শারী’রিক সম্পর্ক বন্ধ করে দিলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমতে পারে। তবে তা নিশ্চিত করে বলা যায় না।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...