মাগুরায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

পিবিএ,মাগুরা: মাগুরার শ্রীপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শাহাবউদ্দিন মিয়া শিক্ষা বৃত্তি ও গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার তখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠনের উদ্বোধন করেন সবুজ আন্দোলন পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন কবির।

তখলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দারিয়াপুর ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন কানন, শ্রীপুর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন, শ্রীপুর উপজেলা সবুজ আন্দোলনের সমন্বয়কারী জাহিদুল ইসলাম জুয়েল প্রমুখ।

অনুষ্ঠানে ১১ জন দরিদ্র ও মেধাবী শিক্ষর্থীর মাঝে শাহাবউদ্দিন মিয়া শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

পিবিএ/মোখলেছুর রহমান/বিএইচ

আরও পড়ুন...