চুয়াডাঙ্গায় অমর একুশে বইমেলার উদ্বোধন

পিবিএ,চুয়াডাঙ্গা: ‘পড়ব বই গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি’র চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে একুশে বই মেলার শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ১ আসনের মাননীয় সংসদ সদস্য চুয়াডাঙ্গা জেলা আ.ীলীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ।

একুশে চেতনাকে অন্তরে ধারণ করার লক্ষে এবং বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধ সর্ম্পকে জানার ও বোঝার জন্য একুশের চেতনা ও মুক্তিযুদ্ধবিষয়ক বই পড়ার কোনো বিকল্প নেই। চুয়াডাঙ্গা জেলার সর্বস্তরের সূধীমন্ডল, শিক্ষক, ছাত্র এবং অভিভাবকগণকে নিজ নিজ ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে বইমেলায় এসে বই দেখতে, পড়তে ও কিনতে আহ্বান করেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার’র সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান, চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান,চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের যুগ্ম -সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।

আলোচনা সভাটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী আবু সাইফ। আন্তজার্তিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন উপলক্ষে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ বইমেলা চলবে।

পিবিএ/সনজিত কর্মকার/বিএইচ

আরও পড়ুন...