পিবিএ, চাঁপাইনবাবগঞ্জ : “রাজস্বের প্রবৃদ্ধি, টেকসই সমৃদ্ধি” প্রতিপাদে সারা বিশ্বের ১৭৯ টি দেশের মতো শনিবার সোনামসজিদ স্থলবন্দরেও আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সোনামসজিদ স্থল শুল্ক ষ্টেশনের আয়োজনে সোনামসজিদ স্থলবন্দরে অবস্থিত কাস্টমস দফতর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন সোনামসজিদ স্থল শুল্ক ষ্টেশনের সহকারী কমিশনার সন্তোষ সরেন। র্যালীটি সোনামসজিদ স্থলবন্দরের গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে অফিস চত্তরের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার সন্তোষ সরেন, সোনামসজিদ স্থল শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তা শেখ আলিমুদ্দিন, মো. নজরুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, বিজিবির সোনাসমজিদ কোম্পানি কমান্ডার হাবিবুল্লাহ, সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশীদ, সাধারন সম্পাদক সফিউর রহমান টানু প্রমুখ। র্যালী ও অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন কাস্টমস ইন্সপেক্টর মুক্তার আলী।
পিবিএ/এআর