পিবিএ,মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার মুহিবুর রহমান সড়কের কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়ে বেহাল দশায় পরিণত হয়েছে সড়কটি। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় ঢালাই উঠে রড বের হয়ে গেছে। কিছু কিছু জায়গায় সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত।
রাতের আঁধারে পথচারীরা চলাচল করার সময় রডের আগাত পেয়ে পড়ছেন নানা বিড়ম্বনায়। মটর বাইক, রিকশা,সিএনজি গর্তে পরে বাড়ছে
দুর্ঘটনার। আবার কেউ পড়ে গিয়ে আঘাত পাচ্ছেন। এছাড়াও রড বের হওয়ায় কোমলমতি শিশু শিক্ষার্থী স্কুলে যাবার পথে বেহাল এই সড়কে অহরহ ঘটছে এধরনের ছোট-বড় দুর্ঘটনা। ভুক্তভোগীরা জানান,কমলগঞ্জ পৌর এলাকার প্রতিটি ওর্য়াডে সড়ক সংস্কার করা হলেও বিগত প্রায় ১০বছরের মধ্যে রহস্যজনক ভাবে ৮নং ওর্য়াডের মুহিবুর রহমান সড়ক সংস্কার করা হয়নি। বেহাল দশার দীর্ঘ সময় পার হলেও তা সংস্কার করার কোন খবর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। স্থানীয় আব্দুল হানান,মাইদুল হাসান,আবির মিয়া,তোফায়েল আহমদসহ অনেকেই জানান,বর্তমানে এই সড়কটির পুরো অংশই কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোমলমতি শিক্ষার্থীসহ পৌর এলাকার সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে র্বতমানে চলাচল করেন। দ্রুত বেহাল সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে কমলগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলার আনোয়ার হোসেনের সাথে আলাপকালে তিনি বলেন, সড়কের বিষয়টি নিয়ে আমি মেয়র মহোদয়ের সাথে কথা বলেছি এখন মেয়র মহোদয় অর্থ বরাদ্দ প্রাপ্তির পড়েই আশা করছি কাজ করানো হবে।
পিবিএ/আহাদ মিয়া/এমআর