সস্ত্রীক হাসপাতালে ভর্তি কবি আল মুজাহিদী

পিবিএ,ঢাকা: ‘হেমলকের পেয়ালা’,’কাঁদো হিরোশিমা কাঁদো নাগাসাকি’, ‘যুদ্ধ নাস্তি’, ‘সন্ধ্যার বৃষ্টি’, ‘প্রিজন ভ্যান’, ‘মৃত্তিকা -অতি মৃত্তিকা’ সহ অসংখ্য জনপ্রিয় কাব্যগ্রন্থের রচয়িতা ষাটের দশকের প্রখ্যাত কবি আল মুজাহিদী গুরুতর অসুস্থ্।

শনিবার সকালে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) ভর্তি করা হয়। তিনি কার্ডিওলজি বিভাগের ডি-ব্লকের ৩ নম্বর কেবিনে ডাঃ মোস্তফা জামানের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। কবি হৃদরোগ ও চোখের সমস্যায় ভুগছেন। সোমবার তার চোখের অপারেশন হওয়ার কথা রয়েছে। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

এ দিকে চোখের সমস্যায় একই ব্লকের অন্য একটি কেবিনে ভর্তি রয়েছেন তার স্ত্রী পলিন পারভীন, রবিবার তারও চোখের অপারেশেন হওয়ার কথা রয়েছে।

কবি আল মুজাহিদী স্বাধীনতাপূর্বকালের অন্যতম ছাত্র সংগঠন বাংলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। ছাত্রজীবনে প্রায় দশককাল কারাবরণ করেন। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। চারদশকের বেশি সময় তিনি ইত্তেফাকের সাহিত্য সম্পাদকসহ নানাপদে কাজ করেছেন। ২০১২ সালে যোগ দেন দৈনিক যায় যায় দিন পত্রিকায়। ২০১৩ সালে পদত্যাগ করেন।

আজীবন দেশ, মাটি মানুষের প্রতি অনুরাগী আল মুজাহিদী একজন সুবক্তা। তার কবিতা ও রচনাকর্মে দেশের ইতিহাস ঐতিহ্যকে মূর্ত করে তুলেছেন। যুদ্ধবিরোধী কবি হিসাবেও সুধীমহলে তাঁর পরিচিতি রয়েছে। একুশে পদকপ্রাপ্ত কবির গ্রন্থ সংখ্যা শতাধিক।

পিবিএ/এএম

আরও পড়ুন...