জমি নিয়ে ধন্দের জেরে সবজি খেত কেটে দিয়েছেন দখল কারীরা

পিবিএ,শেরপুর: ঝিনাইগাতী উপজেলার কালিনগর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে অন্তত .১৯ শতাংশ জমির শীত কালীন সবজি ক্ষেত বিনষ্ট করেছেন জমিন বিক্রেতার সন্তানেরা প্রতিপক্ষ। নষ্ট হওয়া সবজির মধ্যে চিচিংগা ও সীমের আবাদ ছিল ২২ ফেব্রুয়ারী শনিবার সকাল ৯ টার দিকে ঝিনাইগাতী সদর ইউনিয়নের কালিনগর (বালুরচর) এলাকাতে ঘটনা ঘটে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ তারা মিয়া ওরুফে রাজু মিয়া বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে একই এলাকার মৃত নাছির মাহমুদের মেয়ে সাজেদাসহ ৫ জনকে আসামী করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কালিনগর গ্রামের মৃত আঃ রশিদের পুত্র তারা মিয়া ওরুফে রাজুর সাথে একই এলাকার সাজেদা, আসমা ও নাজমা গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই বিরোধের সূত্র ধরে উপরোক্ত ব্যাক্তিদ্বয় আরো ২০/২৫ জন বহিরাগত লোকের সমাগম ঘটিয়ে শনিবার সকাল ৯ টায় উক্ত সবজি ক্ষেত বিনষ্ট করে।

এ ঘটনার সত্যতা খুজতে স্বরজমিনে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দখলকারীরা বসে ছিলেন ও ওখান থেকে কিছু লোকজন সরে গিয়েছিল।কিন্তু সাংবাদিকেরা তথ্য ও ছবি নিয়ে চলে আশার পর সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি সাধন করেছেন – মামলার বাদী লিখিতভাবে ঝিনাইগাতী থানা কে জানান।এই জমি বেদখলকে কেন্দ্র করে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে বলে জনগণ মতামত প্রকাশ করেছেন ।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...