তুরাগের নলভোগে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

পিবিএ,ঢাকা: অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে রাজধানীর তুরাগ থানার নলভোগের এক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে সস্ত্রাসীরা। এঘটনায় দোকানের তিন কর্মচারী আহত হন।

প্রত্যাক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরের দিকে নলভোগ এলাকার সাবেক মেম্বার কফিল উদ্দিনের ছেলে রড সিমেন্ট ব্যবসায়ী সেলিম মিয়ার(৩৭) ব্যবসা প্রতিষ্ঠানে আতর্কিত হামলা চালায় কয়েকজন যুবক। তারা অফিসে ঢুকে মালামাল ও অফিসের আসবাবপত্র ভাঙচুর করে। হামলা প্রতিহত করতে গেলে দোকানের দিন কর্মচারী আহত হন। আহতরা হলেন পাভেল(৩৫), শুকুরুদ্দিন(৪০) ও ইব্রাহিম(৩৬)। আহতদের চিকিৎসার জন্য টঙ্গী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। এরমধ্যে পাভেলের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

দোকানের মালিক সেলিম মিয়া জানান, হামলাকারীরা তার পূর্বপরিচিত তুরাগ থানার ৫৩ নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি ফরহাদ ও তুরাগ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফসহ অন্যান্যরা।

এঘটনায় তুরাগ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

পিবিএ/এএম

আরও পড়ুন...