পিবিএ,কুড়িগ্রাম: সচিবালয়ের ন্যায় পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবীতে কুড়িগ্রামে তিনদিনের পূর্ণদিবস কর্মবিরতী পালন করছেন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং ভূমি কার্যালয়ের অফিস সহকারিরা। মঙ্গলবার বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে তাদের এই কর্মসূচী।
এ সময় বক্তব্য রাখেন, জেলা শাখার সভাপতি এবিএম রিয়াজুল আলম রাফী, সাধারণ সম্পাদক মনিন্দ্রনাথ সরকার, বিপ্লব হাসান, আল আমিন, আব্দুল্লাহ, মোস্তাক আহমেদ প্রমূখ। বক্তারা জানান, দাবী আদায়ের লক্ষ্যে ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত অফিসিয়ালি সকল ধরণের কার্যক্রম বন্ধ থাকবে। দাবী পূরণে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা।
পিবিএ/এমএসএম