মদ্যপ অবস্থায় সেলফি তুলতে গিয়ে পাহাড় থেকে পড়ে মৃত্যু!

selfi

পিবিএ ডেস্ক : ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে ৮০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে এক ভারতীয় দম্পতির মৃত্যু ঘটেছে। আমেরিকায় বসবাসকারী এই ভারতীয় দম্পতি বিষ্ণু বিশ্বনাথ (২৯) এবং মীনাক্ষী মূর্তি (৩০) সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। কীভাবে এত উঁচু থেকে পড়ে গেলেন তারা তা প্রশ্ন ওঠে। তাদের ময়না তদন্তের প্রতিবেদনে সম্প্রতি জানা গিয়েছে, গত অক্টোবরের ওই দিন দু’জনেই মদ্যপ অবস্থায় ছিলেন। ওই প্রতিবেদনে আরও জানা গিয়েছে যে, দু’জনেরই শরীরের কোনও ড্রাগ পাওয়া যায়নি। ইথাইল অ্যালকোহল মিলেছে দু’জনেরই দেহে। এই অ্যালকোহল বিয়ার, ওয়াইন এবং মদে পাওয়া যায়।

ক্যালিফোর্নিয়ার স্থানীয় সংবাদপত্র মার্কিউরি নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী ময়না তদন্তকারী অফিসার জানিয়েছেন যে, এই দম্পতি যে মদ খেয়েছিলেন তার প্রমাণ মিলেছে শরীরের নমুনা থেকেই। ৮০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে দু’জনেই মাথা, ঘাড়, বুক এবং পেটে গুরুতর আঘাত পান।

বিষ্ণু বিশ্বনাথ এবং মীনাক্ষী মূর্তি ২০১৪ সালে বিয়ে করেন। দু’জনেই কেরালার চেনাগুন্নরের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে ২০১০ সালে স্নাতক পাস করেন। বিষ্ণু সান জোসে অবস্থিত সিস্কো ইন্ডিয়াতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বিষ্ণু বিশ্বনাথ এবং মীনাক্ষী মূর্তি সম্প্রতি নিউ ইয়র্কে এসেছিলেন।

ঘুরতে ভালোবাসতেন বলে ‘হলিডেজ অ্যান্ড হ্যাপিলি এভার আফটার’ নামে একটি ব্লগও চালাতেন তারা। এই ব্লগে তারা বিশ্বব্যাপী তাদের ভ্রমণ অভিজ্ঞতা লিখতেন। এই ব্লগে নতুন-নতুন জায়গা এবং সে সমস্ত জায়গার সুবিধা অসুবিধা বিপদ সম্পর্কেও সাবধান করে দিতেন।

এমনকি মৃত্যুর কয়েক মিনিট আগেঈ মীনাক্ষী মূর্তি সুন্দর আবহাওয়ার উল্লেখ করে একটি ছবিও পোস্ট করেন।

পিবিএ/জিজি

আরও পড়ুন...