পিবিএ ডেস্ক: হলিউডের বিখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গের মেয়ে মিকায়েলা। বাবা জনপ্রিয় পরিচালক হলেও মেয়ে মিকায়েলা নাম লিখিয়েছেন পর্নো ইন্ডাস্ট্রিতে। আর তাতে নাকি উৎসাহ দিয়েছেন মিকায়েলার বাবা! এক সাক্ষাৎকারে পর্নোতারকা মিকায়েলা এসব তথ্য জানিয়েছেন। মিকায়েলা জানান, তার বাবার সঙ্গে আলোচনা করেই পর্নোকে ক্যারিয়ার হিসেবে বেছে নেন তিনি। প্রথমে নিজেই পর্নোভিডিও তৈরি করছেন। বাবা পরিচালক স্টিভেন স্পিলবার্গ নিজেও নাকি তার কাজে সমর্থন দিয়েছেন।
তিনি জানান, যৌনতার প্রতি আমার ভীষণ ঝোঁক থাকায় অনেকবার সমস্যায় পড়েছি। এরপর একরকম জেদ করেই যৌ’নতাকে পেশা হিসেবে নিয়েছি। আমার মনে হয়েছে, অনেকেই যৌ’নতা পছন্দ করলেও এগুলো প্রকাশ করতে স্বাচ্ছন্দবোধ করে না। কিন্তু আমি ভেবেছি অন্যভাবে। আমার কাছে সহজ হিসাব এতে প্রচুর টাকা আয় হবে। আমি মানুষকে গর্বের সঙ্গে বলব, নিজের শরীরকে ব্যবহার করে আমি কিছু ভুল করিনি। আমার ক্যারিয়ার নিয়ে বাবা-মায়েরও কোনো সমস্যা নেই। তারা আমাকে সাপোর্ট করেছেন।
পিবিএ/বিএইচ