পিবিএ, পাবন: পাবনার ঈশ্বরদীতে দেশীয় পিস্তল ও এক রাউন্ড গুলিসহ চমন হোসেন (২৭) নামে একাধিক মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত আসামী উপজেলার পাকশী ইউনিয়নের রুপপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহীদুল ইসলাম শহীদ জানান, শনিবার দুপুরে নতুন রুপপুর বাঁশ বাগানে সন্দেহভাজন একজন ঘোরাঘুরি করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে চমনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী ফায়ারিং ও টিগার যুক্ত পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, আটককৃত চমনের বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতিসহ ৬/৭ টি মামলা রয়েছে। অস্ত্র আইনে মামলা নথিভুক্ত করে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পিবিএ/জেডআই