পিবিএ,মহাদেবপুর: নওগাঁর মহাদেবপুরে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে মেলার সমাপ্তি ঘটে। এর আগে গত ২১ ফেব্রুয়ারি নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বইমেলার উদ্বোধন করেন।
মহাদেবপুর উপজেলা পরিষদ চত্বরে বইমেলায় এবার ২৬টি বইয়ের স্টল বসে। এইসব স্টলে সব বয়সী পাঠকের আগমন ঘটে প্রতিদিন। এ ছাড়া মেলা মঞ্চে প্রতিদিন উপজেলা শিল্পকলা একাডেমী ও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন সাংস্কৃতির সংগঠনের ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিদিন বিপুল দর্শক ওইসব অনুষ্ঠান উপভোগ করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত বইমেলার সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াশীমুল বারী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, নওগাঁ জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা মঈনুল ইসলাম ময়েন, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, রাইগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আরিফুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে বইমেলায় প্রতিদিন অনুষ্ঠিত শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে আয়োজিত দেয়াল পত্রিকা ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
পিবিএ/ইউসুফ আলী সুমন/বিএইচ