নড়াইলে শিক্ষার গুণগত মানোন্নয়নে মতবিনিময় সভা

 

পিবিএ,নড়াইল: নড়াইলে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে স্কুল ও মাদরাসার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম ও নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম। অন্যান্যের মধ্যে সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খায়রুল আনাম মো: আফতাবুর রহমান হেলালী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুর রহমান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসএম হায়াতুর রহমান, বিকাশ কুসুম চক্রবর্তী, বরাশুলা ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ নাসির উদ্দিন প্রমুখ। এ সময় জেলার তিনটি উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, শিক্ষার মানোন্নয়নের বিষয়টি যেন শুধুমাত্র সভা সমাবেশের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সে বিষয়ে সকলকে আন্তরিক হতে হবে। স্কুলকলেজ চলাকালীন সময়ে কোচিং বন্ধের জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী সমাবেশ করে এর কুফল সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করা হবে। ইভটিজিং, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্যাতন রোধকল্পে সবাইকে সচেতনতার সঙ্গে কাজ করতে হবে।

পিবিএ/এফকে/এমএসএম

আরও পড়ুন...