পিবিএ,পীরগঞ্জ: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ভাষা আন্দোলনসহ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও সকল গণতান্ত্রিক আন্দোলনে নারীদের ভূমিকা অনস্বীকার্য। বর্তমান বাংলাদেশের উন্নয়নেও নারীদের অংশগ্রহণ দৃশ্যমান। অর্থনীতির মূলস্রোতে নারীদের সম্পৃক্ততা বৃদ্ধি করতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার নিজ নির্বাচনী এলাকা ২৪ রংপুর-৬ পীরগঞ্জে আওয়ামী লীগের অফিস প্রাঙ্গনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসকল কথা বলেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পীরগঞ্জে মহিলা আওয়ামী লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র্যালি’র উদ্বোধন করেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্পীকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নের পথিকৃত।
বিশ্বে বাংলাদেশ আজ নারী ক্ষমতায়নের রোল মডেল। রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকান্ডে তরুন নারী সমাজ এগিয়ে আসলে অচিরেই সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে নারীদের এগিয়ে যেতে হবে। যারা বঙ্গবন্ধু, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করবে তারাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারবে। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ও মুজিববর্ষের প্রাক্কালে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। তিনি বলেন, ২৩ ফেব্রুয়ারি মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এমন এক শুভ দিনে যে, ১৯৬৯সালে ২৩ ফেব্রুয়ারি জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়েছিল।
এরপরে স্পীকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় “পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ (আর. ই. আর এমপি-৩)” শীর্ষক প্রকল্পের অধীন ইউনিয়ন ভিত্তিক রক্ষণাবেক্ষণ মহিলা কর্মী তালিকা চূড়ান্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম। প্রকল্পের আওতায় লটারীর মাধ্যমে ১৫টি ইউনিয়ন থেকে ১৫০জন কর্মী মাসিক ৭হাজার ৫শ টাকা বেতনে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। কর্মীদের থেকে প্রতিদিন ৮০টাকা করে বাধ্যতামূলকভাবে সঞ্চয় হিসেবে যৌথ এ্কাউন্টে রাখা হবে যা চার বছর পর লভ্যাংশসহ তাদের প্রদান করা হবে।
এ সময় স্পীকার লটারীর কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এরপর স্পীকার রংপুর জেলা পরিষদের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উল্লেখ্য, ১৫টি ইউনিয়ন থেকে বাছাইকৃত ৪৫জন প্রতিবন্ধীকে ০৬ হাজার টাকা মূল্যের হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। শেষে স্পীকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু যুব ঋণ কর্মসূচী’র আওতায় বেকার যুব ও যুব মহিলাদের মাঝে ১১ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতা করেন।
পরে ড. শিরীন শারমিন চৌধুরী পীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপনের স্থানটি পরিদর্শন করেন। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী’র অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. আজিজুর রহমান রাঙ্গা এর সভাপতিত্বে রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান এড. সাফিয়া খানম, পীরগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভাপতি জোহরা বেগম, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনিসহ পীরগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিবিএ/রেজাউল করিম/বিএইচ