পিবিএ,ঢাকা : বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ করে দিতে জার্মানি, ডেনমার্ক, ভারত সহ ইউরোপ ও এশিয়ার দেশ সমূহের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ করে দিতে রাজধানী ঢাকার কাওরান বাজারের ডেইলি স্টারের তৌফিক আজিজ খান সেমিনার হলে আগামি ১লা মার্চ ২০২০ শুরু হতে যাচ্ছে ইউরোপ এবং এশিয়ার বিশ্ববিদ্যালয় নিয়ে এডুমিগের এডুকেশন এক্সপো ২০২০ । সকাল ১০ টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত সকলের জন্য উন্মোক্ত থাকবে ।
ইউরোপ ও এশিয়া স্টাডি আব্রোড এক্সপোতে থাকবে জার্মানির জিসমা বিজনেজ স্কুল, ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স, ফিনল্যান্ড, নরওয়ে, বেলজিয়াম, সুইজারল্যান্ড, আইবিএ ডেনমার্ক, দক্ষিন কোরিয়া সহ অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন । মেলায় ইস্টার্ন ব্যাংক লিমিটেড স্টুডেন্ট ব্যাংকিং এর যাবতীয় তথ্য প্রদান করবেন ।
ইভেন্ট পার্টনার হিসাবে থাকবে কালান্তর মাল্টি মিডিয়া লিমিটেড ও কো-স্পন্সর হিসাবে থাকছে ব্রিটিশ কাউন্সিল । এছাড়াও আইএলটিএস রেজিস্ট্রেশন ৩৫০ টাকা ক্যাশব্যাক অফার থাকবে । ইভেন্টটি সকল শিক্ষার্থীর জন্য উন্মোক্ত থাকবে ।
এছাড়াও খুবই কম খরচে উচ্চ শিক্ষার সুযোগ রয়েছে মাল্টা, হাঙ্গেরী এবং চেক রিপাবলিক । বিশেষ করে পোল্যান্ডে সম্পূর্ণ বিনা খরচে ব্যাচেলর ও মাস্টার্স এ পড়ার অধিকতর সুযোগ রয়েছে । অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারেন এডূমিগের ফেইসবুক পেইজ www.facebook.com/edumigbd অথবা কল করতে পারেন ০১৩০৯-০০১৩৩১ এই নম্বরে।
পিবিএ/জেডআই