উত্তরায় বিআরটি’র মাটি খননকালে গ্যাসের পাইপলাইন লিকেজ


পিবিএ, ঢাকা : রাজধানীর উত্তরায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হাউজবিল্ডিং বাসস্ট্যান্ড আইডিয়াল পোডাক্টের সামনে বিআরটি প্রকল্প নির্মাণ কাজের গ্যাসলাইন লিকেজ (ছিদ্র) হয়ে প্রচন্ড বেগে গ্যাস নির্গত হওয়ার ঘটনা ঘটেছে। তবে, ওই পাইপ লাইনে আগুন ধরেনি।

এ সময় অগ্নিদুর্ঘটনার খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করেন। এক পর্যায়ে দমকল বাহিনী ও পুলিশ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একপাশের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল উত্তরাবাসি।

আজ শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং আইডিয়াল পোডাক্টের সামনে সড়কে বিআরটি লাইন প্রকল্প নির্মাণ কাজ করার সময় গ্যাসের পাইপ লাইনে হঠাৎ এ বিস্ফোরণ হয়।

আজ শুক্রবার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উত্তরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ব্যবসায়ীরা জানান, গাজীপুর থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত প্রায় ২০ দশমিক ৫ কিলোমিটার বিআরটি লাইন প্রকল্প নির্মাণ কাজ রাস্তার চলছিল। আজ শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে উত্তরার হাউজ বিল্ডিং সড়কে ১২ ইঞ্জি ব্যাসের একটি পাইপলাইনে ফেটে ( লিকেজ) হয়ে হঠাৎ এ বিস্ফোরণ হয়। তখন তীব্র বেগে গ্যাস বের হওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। এ সময় মাটি খুঁড়তে গিয়েই এ দুর্ঘটনা ঘটে। এ অবস্থায় যেকোনও সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। পরে বিআরবি প্রকল্প এলাকার নিরাপত্তাকর্মীরা দুর্ঘটনাস্থল লাল কাপড় দিয়ে ঘেরাও করে রাখেন। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এসময় উক্ত সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে থাকে। বাসযাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে।
ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরণ ও আগুনের সংবাদ পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে যায়। তারা তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আজ দুপুর সোয়া ১২টা পর্যন্ত লিকেজ থেকে গ্যাস বের হচ্ছে, তবে, আগুন বা ধোঁয়া নেই। আশপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে লাইন মেরামতের কাজ চলছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা আজ দুপুরে বলেন, গ্যাস পাইপ লিকেজের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তিতাসের লোকজন গেছে, ফায়ার সার্ভিসের লোকজনও রয়েছে। দুপুর সাড়ে ২টার দিকে ওই বিআরটি প্রকল্পের গ্যাস লাইনে রিপাইরিং (মেরামতের) কাজ শুরু হয়েছে।

ওসি জানান, প্রথমে আমরা গাড়ি ডাইভারশন করে দিয়েছি, যাতে সেখান দিয়ে গাড়ি না যায়। লাইনে আগুনের কোন ঘটনা ঘটেনি। কেউ হতাহত হয়নি। দুপুর পৌনে ১টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ফের যানবাহন চলাচল শুরু হয়।

পিবিএ/ এস,এম,মনির হোসেন জীবন/জেডআই

আরও পড়ুন...