কুড়িগ্রামে মজিদা ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামে আড়ম্বর পুর্ন আয়োজনে মজিদা আদর্শ ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ মাঠে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি মোঃ পনির উদ্দিন আহমেদ। অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন আহমেদ রিন্টুর সভাপতিত্বে নবীন বরণের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো: আব্দুল জলিল, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিরাজুল ইসলাম টুকু প্রমূখ।

অনুষ্ঠানে একাদশ শ্রেণী ও অনার্স প্রথম বর্ষে ভর্তি হওয়া সকল নতুন শিক্ষার্থীদের হাতে ফুলের শুভেচ্ছা জানিয়ে তাদের বরণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এমপি পনির উদ্দিন বলেন, আগামী দিনে শোষণ মুক্ত ও দারিদ্রমুক্ত কুড়িগ্রামসহ বাংলাদেশ গড়তে তোমাদের নিজেদের তৈরি করতে হবে। সেই শিক্ষা এই বিদ্যাপীঠ দিবে। তোমারাই হবে আদর্শবান মানুষ। আগামীতে তোমাদের নেতৃত্বে বাংলাদেশ হবে গৌরবদীপ্ত এক বাংলাদেশ।
নবীন বরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে কলেজের শিক্ষার্থী ছাড়াও বরেণ্য ও জনপ্রিয় শিল্পীগণ সংগীত পরিবেশন করেন।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...