কুমিল্লায় বিকাশ হ্যাকিং চক্রের হোতা গ্রেফতার

পিবিএ,কুমিল্লা: কখনো পরিচয় দেন জে’লা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা কখনো পুলিশের বড় কর্তা। বিভিন্ন অফিসের নবাগত কিংবা অধস্তন কর্মকর্তাদের বিস্তারিত তথ্য জেনে নিয়ে সুযোগ বুঝেই হঠাৎ করে ফোন দিয়ে জরুরী টাকা বিকাশ করতে বলেন।তারপর টাকা উত্তোলন করে মোবাইলের সীমটি খুলে ফেলতো। এভাবেই দীর্ঘ বছর ধরে বিকাশে চক্রটি প্রতারনার মাধ্যমে অর্থ আত্মসাৎ করতো।

এমন অন্তত ২৪ টি অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করে কুমিল্লা র‌্যাব ১১ এর একটি দল। অবশেষে শুক্রবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকা বিকাশে প্রতারনা চক্রের মুল হোতা কামাল আহমেদ গ্রেপ্তার করে।

আ’টক কামাল আহমেদ চাঁনপুর এলাকার মৃ’ত আবদুর রহিম মিয়ার ছেলে। শনিবার বেলা ১১ টায় কুমিল্লা শাকতলা র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোম্পানী ক’মান্ডার তালুকদার নাজমুস সাকিব এসব তথ্য জানান।

এসময় তিনি আ’টক বিকাশ প্রতারক চক্রের মুল হোতা কামাল আহমেদ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে কোম্পানী কমান্ডার তালুকদার নাজমুস সাকিব জানান, আটক মূলহোতা কামালের বি’রুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়াও প্র’তারক চক্রের অন্যান্য সদস্যদের আ’টকের বিষয়ে র‌্যাবের অ’ভিযান অব্যহত রয়েছে। তারা কুমিল্লাসহ সারাদেশেই বিকাশের মাধম্য প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত।

পিবিএ/মনির হোসেন/বিএইচ

আরও পড়ুন...