পাপিয়ার কল লিস্টের এমপি-মন্ত্রীদের নাম জানতে চায় জাতি: খায়রুল কবির

পিবিএ,নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, এই সরকারের আমলে যারা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে, ‘টপ অব দ্যা ওয়ার্ল্ড’ যে নারী নরসিংদীর মানসম্মান ইজ্জৎ ধোলার সাথে মিশিয়ে দিয়েছে সেই পতিতা পাপিয়া নামে মহিলার কিচ্ছা কাহিনী প্রতিদিন খবরের কাগজে ছাঁপা হচ্ছে। লজ্জায় মাথা হ্যাট হয়ে যায়, এই পাপিয়া যাদের নাম বলেছে ও তার মোবাইলের কল লিস্টে ৩৩জন এমপি ১১জন মন্ত্রীর নাম প্রকাশ সহ অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িতদের নাম জানতে চায় জাতি। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে নরসিংদীতে এক বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সভায় খায়রুল কবির খোকন এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সারা বাংলাদেশে যেই ভাবে ব্যাংক লুট হয়েছে, শেয়ার মার্কেট, ডেসটিনি, হলামার্ক, বিসমিল্লাহ থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকা যারা লুট করেছে, তাদের দেশে বাহিরে পাচার করে দেয়া হচ্ছে। এসব দুর্নীতির সাথে জড়িতদের লোক দেখানো গ্রেফতার করা হলেও,দুর্নীতির সাথে জড়িত রাগববোয়ালদের নাম প্রকাশ ও গ্রেফতার করা হয় নাই। দেশ ও জাতি জানতে দুদকের লিস্টে থাকা দুর্নীতিবাজদের নাম কেন প্রকাশ করা হচ্ছে না কেন। জনগনের সামনে দুর্নীতিবাজদের নাম প্রকাশ ও অতি দ্রুত বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবী করেন তিনি।

এর পূর্বে পুলিশ বাধার মূখে নরসিংদী জেলা বিনএপির চিনিশপুরস্থ কার্যালয় থেকে একটি মিছিলটি বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে গিয়ে শেষ হয়। এতে অংশনেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সহ-সভাপতি এডভোকেট আব্দুল বাসেদ, সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ দীপুসহ জেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতবৃন্দ উপস্থিত ছিলেন।

পিবিএ/খন্দকার শাহিন/বিএইচ

আরও পড়ুন...