রাজন্য রুহানি,পিবিএ,জামালপুর : ‘যে পদ্ধতিতে একজন দণ্ডিত আসামিরও মুক্তি হওয়া সম্ভব, সেগুলোতে না গিয়ে খালেদা জিয়ার মুক্তি মুক্তি করে বিএনপি নেতারা খেলা খেলছেন। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে কিংবা আরও যেসব পদ্ধতি আছে সেগুলো না করে অসুখ অসুখ বলে যে বিতৃষ্ণার জন্ম দিয়েছেন, সেটা কাটিয়ে ওঠার জন্য তারা জনগণের মনে দুর্বলতা তৈরি করার একটা খেলা খেলছেন।’
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেছেন।
শনিবার রাত সাড়ে ৯টায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম (গণময়দান) মাঠে মুজিববর্ষে রাণী দিনমণি মডেল পাইলট স্কুলের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া কোনো রাজনৈতিক মামলায় আটক নন, এতিমের টাকা আত্মসাৎ করায় দুর্নীতির মামলায় তিনি জেল হাজতে আছেন। তাঁর বাঘা বাঘা উকিলরাও প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন যে, বেগম জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেন নাই। তিনি হয়তো অসুস্থ হতে পারেন। অসুস্থ হলে আইন অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা হবে। সে বিষয়ে সরকার বা আমাদের কারোরই কোনো আপত্তি থাকতে পারে না। কিন্তু যিনি একজন দণ্ডিত আসামি, তাকে চাইলেই তো আর সরকার ছেড়ে দিতে পারেনা।’
ডা. দীপু মনি আরও বলেন, ‘আজকের বাংলাদেশ সারাবিশ্বের বিস্ময়। আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোলমডেল, নারী ক্ষমতায়নের রোলমডেল, দুর্যোগ প্রতিরোধের রোলমডেল। জাতির পিতা শেখ মুজিব মাত্র তিনবছরে বাংলাদেশকে ধ্বংসস্তুপ থেকে মুক্তির পথে দাঁড় করিয়েছেন। শেখ হাসিনা জাতির পিতার সেই পথের ওপর দাঁড়িয়ে দেশের উন্নয়নে আগামী শত শত বছরের চিন্তা করেই একটা মজবুত ভিত্তি সৃষ্টি করছেন।’
দেশের শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রতিটি শিক্ষার্থী যাতে উদ্যোক্তা হতে পারে, চাকরির জন্য দ্বারে দ্বারে না ঘুরতে হয়; সেজন্য নতুন কারিকুলাম তৈরি করে কর্মসংস্থানমূলক শিক্ষা ব্যবস্থা প্রণনয়ন করা হয়েছে। আইসিটি শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা অভিভাবকদের মোবাইলে পৌঁছে যাচ্ছে।’
অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্যমন্ত্রী আলহাজ ডা. মো. মুরাদ হাসান এমপি। মেরিন ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জামালপুর-৫ আসনের এমপি ইঞ্জি. মোজাফ্ফর হোসেন সিআইপি, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দিন, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আলাউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি কবি ড. মুহাম্মদ সামাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা প্রমুখ।
পিবিএ/আরআর/জেডআই