পিবিএ,ঢাকা: ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপিপন্থী যারা জয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দলের সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অভিনন্দন বার্তায় বিএনপি মহাসচিব নির্বাচনে সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ যারা জয়ী হয়েছেন তাদের সাফল্য কামনা করে ঢাকা আইনজীবী সমিতির স্বার্থ সংরক্ষণে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
এর আগে গত বুধ ও বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির ২০২০-২১ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুই দিনে ভোটাধিকার প্রয়োগ করছেন ৯ হাজার ২৯৯ জন সদস্য।
পরদিন শুক্রবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত নীল দলের প্রার্থী মো. ইকবাল হোসেন ও হোসেন আলী খান হাসান।
এ নির্বাচনে সভাপতি ও সম্পাদকসহ ১০টি পদে জয়লাভ করে বিএনপি সমর্থিত নীল প্যানেল। অপরদিকে সহ-সভাপতি সহ ১৩টি পদের জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা দলের প্রার্থীরা।
পিবিএ/এমআর