সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে ইবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ মিছিল

পিবিএ,ইবি: ভারতের মুসলমানদের উপর সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। রবিবার বেলা ১২টার দিকে ক্যম্পাসে এ কর্মসূচি পালন করে তারা।

জানা গেছে, বেলা ১২টার দিকে ভারতে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে ছাত্র ইউনিয়ন ইবি সংসদ। সভাপতি নুরুন্নবী ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক জিকে সাদিকের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টেন্টের সামনে প্রতিবাদী সমাবেশে মিলিত হয়। সভায় নেতাকর্মীরা সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধে ভারত সরকারের প্রতি আহবান জানান। এসময় সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পিবিএ/আহসান নাঈম/বিএইচ

আরও পড়ুন...