রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই

train-cintai-PBA

পিবিএ,ঢাকা: রাজধানীতে চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিয়ামুল ইসলাম (১৮) নামের এক রড মিস্ত্রি আহত হয়েছে। ছুরিকাঘাত করে তার ও সহকর্মীদের কাছ থেকে ৬ টি মোবাইল ফোন ও প্রায় ১৬ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

শনিবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে বিমানবন্দর এলাকাতে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নিয়ামুলের বাড়ি বাগেরহাটের সরনখোলা উপজেলার চালিতাবুনিয়া গ্রামে। পেশায় রড মিস্ত্রির সহযোগী নিয়ামুল সহকর্মীদের সাথে থাকতো খিলগাঁও মাদারটেক এলাকাতে।

নিয়ামুলের সহকর্মী ইমরান এর কাছ থেকে জানা গেছে, তারা সকালে খিলগাঁও থেকে গাজিপুর চৌরাস্তায় যায় রডমিস্ত্রির কাজ করতে। কাজ শেষে বিকেলে সেখান থেকে ট্রেনের ছাদে করে ঢাকার কমলাপুরে ফিরছিলেনন তারা।

ট্রেনটি বিমানবন্দর রেলস্টেশনের কাছাকাছি আসলে ৪ যুবক সামনে থেকে এসে ইমরান ও রুবেলকে ছুরি ঠেকিয়ে তাদেরকে সব দিয়ে দিতে বলে। ভয়ে সঙ্গে সঙ্গে ইমরানের সঙ্গে কাছে থাকা ২ টি মোবাইল ফোন ও ৩ হাজার টাকা আর রুবেলেরর কাছে থাকা ২টি মোবাইল ফোন ও ১০ হাজার টাকা বের করে দিয়ে দেয়। পরে তারা পিছনে বসে থাকা নিয়ামুলের কাছ থেকে সব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে বাধা দিলে ছিনতাইকারীরা তার ডান কাধে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ২ টি মোবাইল ফোন ও ৩/৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

পিবিএ/এইচএ/এফএস

আরও পড়ুন...