যে পাঁচটি কারণে পরকীয়া করা উচিত

পিবিএ ডেস্ক: সবটাই ঠিকঠাক চলতে পারে যদি আপনি এই পরকীয়াকে ‘এক্সট্রা’ হিসেবেই রাখতে পারেন। পরকীয়ার সঙ্গী মাঝেমধ্যে বদলাতে পারলে সোনায় সোহাগা। বিশেষজ্ঞেরা বলছেন, প্রেমে থাকুন।

পরকীয়া করছেন? অথচ বিয়েটা ভাঙতে চান না? চাইছেন, দাম্পত্যে যেন কোনওভাবেই ফাটল না-ধরে অথচ চুপিচুপি প্রেমের জোয়ারে গা ভাসাতে? তা হলে, জানিয়ে রাখি ঠিক পথেই এগোচ্ছেন। বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বলেই যে সর্বনাশের পথে নেমেছেন, সেটা ঠিক নয়। সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসে এমনই চাঞ্চল্যকর তথ্য। বিদেশে নয়, জানা গিয়েছে এই দেশেই সুখী দম্পতির মধ্যে শতকরা নব্বই শতাংশেরই বিবাহিত জীবনের বাইরে ছোট-বড় পরকীয়া রয়েছে।

কিন্তু প্রশ্ন এখানেই, পরকীয়াই যদি থাকে তো সংসার সুখের হয় কী করে? আমাদের বস্তা পচা ধারণাকে বিসর্জন দিয়ে নতুন তথ্য জানাচ্ছে পরকীয়াই একমাত্র সুখী সংসারের রহস্য।

১। অন্য সম্পর্কে জড়িয়ে পড়লে স্বাভাবিকভাবেই ব্যক্তিগত জীবন নিয়ে মানুষ সতর্ক হয়ে পড়েন। সব দিক সামাল দেওয়ার চেষ্টা করেন। সেখান থেকেই সংসারে সুখ ফেরার শুরু।

২। পরকীয়ার ফলে আপনার মন অনেক ভাল থাকে। যার প্রভাব পড়ে ব্যক্তিগত জীবনে। ছোটখাটো ভুলভ্রান্তিকে ক্ষমা করার প্রবণতা বাড়ে। ধৈর্য বাড়ে।

৩। অন্য মানুষকে কাছে পাওয়ার পরে, জীবনসঙ্গীর প্রতিও একটু বেশি টান জন্মায়। সে অপরাধবোধ থেকেও হতে পারে।

৪। দাম্পত্যের একঘেয়েমি থেকে মুক্তি ঘটে। সমানভাবে নিজের জীবনেও একটু বৈচিত্র্য আসে। নিজেকে ভালবাসতে শুরু করেন মানুষ।

৫। সংসারের প্রতি দায়িত্ব নেওয়ার ইচ্ছেটাই এমনিই চলে আসে। তখন আর কোনও চাপকেই বোঝা বলে মনে হয় না।

তবে হ্যাঁ, এ সবটাই ঠিকঠাক চলতে পারে যদি আপনি এই পরকীয়াকে ‘এক্সট্রা’ হিসেবেই রাখতে পারেন। পরকীয়ার সঙ্গী মাঝেমধ্যে বদলাতে পারলে সোনায় সোহাগা। বিশেষজ্ঞেরা বলছেন, প্রেমে থাকুন। তবে সংসার ভাসিয়ে নয়। এমন প্রেম আপনাকে সুখী করবে এবং আপনার দাম্পত্যকেও মজবুত করবে নিঃসন্দেহে।

অনলাইন বিঙ্গো (บิงโกออนไลน์) খেলার অভিজ্ঞতা সদয় সুখময় এবং উত্সাহ বৃদ্ধি দেয়। এটি একটি সম্পূর্ণ নতুন দুনিয়া, যেখানে আপনি আপনার বন্ধুদের সাথে হতে পারেন এবং উন্নতির সুযোগ পেতে পারেন। আপনার সাথে শান্তি এবং রোমাঞ্চক একটি অভিজ্ঞতা পেতে পারেন, এবং প্রতি বিজয়ী নম্বর পেতে মুখ্য জ্যাকপট পাওয়ার সুযোগ পাবেন। บิงโกออนไลน์ সংগ্রহ এবং আনন্দের জন্য একটি অদ্ভুত স্থান, যেখানে আপনি প্রেম এবং বিনোদনের মধ্যে বিশ্বাস করতে পারেন।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...