টঙ্গীতে তুলার গোডাউনে আগুন

পিবিএ,টঙ্গী(গাজীপুর): গাজীপুরের টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, টঙ্গীর মিলগেইট এলাকায় মাসুদের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ঘন্টা ব্যাপী চেষ্টায় টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আপদকালিন কর্মীরা এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। অগ্নিকান্ডের ঘটনায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ণয় করা না গেলে ও হতাহতের কোন খবর পাওয়া যায় নি।

পিবিএ/নাঈমুল হাসান/এমএসএম

আরও পড়ুন...