পিবিএ ডেস্ক: সফররত জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে রেকর্ড জয়ে সিরিজে এগিয়ে গেছে টাইগাররা। সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
পাকিস্তান সফর ইস্যু নিয়ে দোটানায় থাকা মুশফিকুর রহিমকে রাখা হয়েছে একাদশে। তবে জায়গা হারিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান। দলে ঢুকেছেন শফিউল ইসলাম ও আল আমিন হোসেন।
অপরদিকে জিম্বাবুয়ে দলেও এসেছে দুটি পরিবর্তন। দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস। তার সঙ্গে একাদশে ঢুকেছেন চার্লটন শুমা। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন চামু চিভাভা ও ক্রিস এমপোফু।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), শফিউল ইসলাম ও আল আমিন হোসেন।
জিম্বাবুয়ে একাদশ : টিনাশে কামুনহুকামওয়ে, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাভা, রিচমন্ড মুতুম্বামি(উইকেটরক্ষক), টিনোটেন্ডা মুতোম্বোজি, ডোনাল্ড তিরিপানো, ওয়েসলি মাধেভেরে, কার্ল মুম্বা, চার্লটন শুমা।
পিবিএ/এমএসএম