রাবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

দুই নেতা হত্যায় জড়িতদের শাস্তি ও শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি

পিবিএ,রাবি: নোয়াখালী ও খুলনায় ছাত্রলীগের দুই নেতাকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি ও জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান তারা।

ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বলেন, কিছুদিন পরেই আমরা মুজিব বর্ষ পালন করতে যাচ্ছি। তার কয়েক দিন আগেই আমার ভাইয়ের রক্তে রঞ্জিত করা হয়েছে এই স্বাধীন বাংলার ভূখন্ড। সরকার যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে তখনি স্বাধীনতাবিরোধী শক্তিরা ছাত্রলীগের নেতাকর্মীদের কুপিয়ে জখম করছে, নিহত করেছে। আর কতো রক্ত গেলে জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হবে? ক্যাম্পাসে শিবিরকর্মীকে পেলে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করবেন। এবং আমাদেরকে জানাবেন তাৎক্ষণিকভাবে তার সমুচিত জবাব দেওয়া হবে।

এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সরকার ডন, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম দুর্জয়সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অনুষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সোমবার নোয়াখালীর বেগমগঞ্জে শিবিরের সাথে ছাত্রলীগের সংঘর্ষে ছাত্রলীগকর্মী রাকিবুল ইসলাম নিহত হন। একইদিন খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাদিউজ্জামান রাসেল নিহত হন।

পিবিএ/আকরাম হোসাইন/এমএসএম

আরও পড়ুন...