খালে পরিণত হয়ে পড়েছে নবগঙ্গা নদী

nobo-gonga-river
নড়াইলের নবগঙ্গা নদী ।

পিবিএ,নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার নবগঙ্গা নদী শুকিয়ে শীর্ণকায় খালে পরিণত হয়ে পড়েছে। নদীর বিস্তীর্ন এলাকা জুড়ে জেগে উঠেছে অসংখ্য ছোট-বড় চর। স্থানীয় ভূমি দস্যূরা ভূমিহীন সেজে নামে-বেনামে চর দখল করে ধান চাষ করছে।

অনুসন্ধানে জানা গেছে, নবগঙ্গা নদীর প্রায় ৩৫ কিঃ মিঃ এলাকা জুড়ে জেগে উঠেছে ছোট-বড় অসংখ্য চর। স্থানীয় ভূমি দস্যূরা নামে-বেনাম ভুয়া কাগজ পত্র তৈরী করে জেগে উঠা চর দখল করে ধানের চাষাবাদ করছে। লোহাগড়ায় চর দখলের ঘটনা প্রতি বছরই বাড়ছে। সেই সাথে বাড়ছে মামলা-মোকদ্দমা। মৃতপ্রায় নবগঙ্গার নাব্যতা ফিরিয়ে আনার জন্য বিগত ২০১১-১২ অর্থ বছরে ২৫ কোটি টাকা ব্যয়ে মল্লিকপুর থেকে মহাজন পর্যন্ত খনন কাজ করা হলেও তা কোন কাজে আসে নাই। প্রতি বর্ষা মৌসূমে পলি পড়তে পড়তে নদীর তলদেশ ভরাট হয়ে গেছে।

লোহাগড়া পৌরসভা মেয়র আশরাফুল আলম নবগঙ্গার বর্তমান অবস্থা সম্পর্কে বললেন, নদী শাসন আইন নবগঙ্গার জন্য কার্যকর হয় না। প্রকাশ্যে চলছে নবগঙ্গা নদী দখলের প্রতিযোগিতা’। নদী বাঁচাও আন্দোলনের নেতা শেখ সদর উদ্দীম শামীম বলেন, ‘নবগঙ্গার নাব্যতা ফিরিয়ে আনার জন্য নদী খনন জরুরী হয়ে পড়েছে।
পৌরসভার লোহাগড়া ব্রীজের নিকট গিয়ে দেখা গেছে, অথৈই পানি নেই নবগঙ্গার বুকে। নেই সেই তর্জন-গর্জন। ফারাক্কার বিরুপ প্রভাবে ক্রমাগত নাব্যতা সংকটে পড়ে নবগঙ্গা নদী শুকিয়ে খালে পরিনত হয়েছে।

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...