পিবিএ,মাগুরা: মাগুরা সদরের রাউতড়া স্কুল মাঠ সংলগ্ন মহাসড়কের পাশ থেকে একটি মৃত উটপাখি উদ্ধার করল মাগুরা সামাজিক বনায়ন বিভাগ। মঙ্গলবার সকালে স্থানীয়রা মৃত উট পাখিটি রাস্তার ধারে পড়ে থাকতে দেখে প্রশাসনকে জানায়। পরে বন বিভাগ সেটি উদ্ধার করে মাটি চাপা দেয়।
মৃত উট পাখির পায়ে শক্ত করে বাই সাইকেলের টিউব দিয়ে বাধা অবস্থায় দেখা যায়। ধারণা করা হচ্ছে এটি পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে মারা গেলে পাচারকারীরা মাগুরা সদর উপজেলার রাউতড়া স্কুলের সামনে রাস্তার খাদে ফেলে যায়।
মাগুরা সামাজিক বনায়ন বিভাগের কর্মকর্তা এসএম আবুল বাসার জানান, খবর পেয়ে ঘটনাস্থল রাউতড়া মহাসড়কের পাশে পূর্ণ বয়স্ক একটি মৃত উট পাখি পড়ে থাকতে দেখেন। পরে সেখানে উপস্থিত স্থানীয়দের সহযোগিতায় মৃত উট পাখিটি উদ্ধার করে বন বিভাগ খূলনা কর্মকর্তাদের পরামর্শে মাগুরা বন বিভাগ অফিসের পাশে মাটি চাপা দেওয়া হয়।
পিবিএ/মোখলেছুর রহমান/বিএইচ