পিবিএ,খুলনা: সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নিয়ে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে নগরীর শিববাড়ি মোড়ে বেলুন উড়িয়ে ও জেলা পুলিশ লাইনে ফিতা কেটে পৃথকভাবে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।এ সময় কেএমপি কমিশনার সরদার রকিবুল ইসলাম, পুলিশ সুপার এসএম সফিউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান, সহকারী পুলিশ সুপার সজিব খান, কমিউনিটি পুলিশিং
কমিটির সভাপতি আব্দুল মান্নান, এ্যাড. সাইফুল ইসলাম, চেম্বার পরিচালক সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরে একটি সুসজ্জ্বিত ৱ্যালী বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহীর হাদিস পার্কে শেষ হয়ে। সেখানে মহানগর ও জেলা পুলিশের পক্ষ থেকে অসহায়, দু:স্থ ও গরীব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন এবং রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত করা হয়। এ সময় মাদক সেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার এবং দলমতের উর্ধ্বে উঠে মাদক নির্মুলে কাজ করার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহবান জানানো হয়।
পিবিএ/এসএইচ/জেডআই