মাগুরায় সোনা ডাকাতির মামলায় ৭ ডাকাতের কারাদণ্ড

বরিশালে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

পিবিএ,মাগুরা: যশোরের একটি জুয়েলারি থেকে সোনা ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় মাগুরায় গ্রেফতারকৃত ৭ জন ডাকাতকে কারাদণ্ড দিয়েছে মাগুরার মূখ্য বিচারিক আদালত। বুধবার দুপুরে মাগুরার মূখ্য বিচারিক আদালত হাকিম জিয়াউর রহমান দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩০ দিনের বিনাশ্রমদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, শাহাজান ব্যাপারি, ফোরকান, মিলন, ইমতিয়াজ বাবলু, সোহাগ, খলিল ও লিটন। তাদের বাড়ি বরিশাল বিভাগের বিভিন্ন জেলায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অজেদা সিদ্দিকী জানান, ২০১৩ সালের ১১ মার্চ দুপুরে তারা যশোরের বাণী জুয়েলারি থেকে লুটকৃত প্রায় ৩ কেজি পরিমাণ সোনা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে মাগুরা সদর থানা ও ডিবি পুলিশের সদস্যরা তাদের ধাওয়া করে মাগুরার সদর উপজেলার ইছাখাদা এলাকা থেকে আটক করে।

মামলার দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে পিরোজপুর উপজেলার মঠবাড়িয়া উপজেলার দধিভাঙ্গা গ্রামের নাদের আলির ছেলে ছেলে শাহাজান ব্যাপারি ছাড়া বাকি ৬ আসামী পলাতক রয়েছে। মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন ওয়াসিকুর রহমান কল্লোল।

পিবিএ/মোখলেছুর রহমান/বিএইচ

আরও পড়ুন...