ভারতে আন্তর্জাতিক সাউফেট আসরে জাবি শিক্ষার্থীর সাফল্য

পিবিএ,জাবি: ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এশিয়া মহাদেশের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সর্ববৃহৎ আন্তর্জাতিক উৎসব সাউফেস্ট এর ১৩ তম আসরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর প্রতিনিধি হিসেবে তিন জন শিক্ষার্থী অন্যন্য কৃতি গড়েছেন। শিক্ষার্থীরা হলেন, রুবাইয়াত, তরিক মৃধা এবং আকাশ সরকার। তারা বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী।

কৃতি গড়া শিক্ষার্থীরা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রতিনিধিত্ব করা সত্যি গর্বের। সব সময় ভালো পারফরম্যান্স এর মাধ্যমে নিজের দেশ ও প্রতিষ্ঠানকে তুলে ধরার চেষ্টা করি। তারা জানান, গর্ব হয় যখন নিজের বিশ্ববিদ্যালয় এর সুনাম বৃদ্ধিতে অংশ নিতে পারি। সবার সহযোগিতায় আরও বহুদূর এগিয়ে যেতে চাই।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...