বিকিনিতে সমুদ্রে উঞ্চতা ছড়ালেন উর্বশী ভিডিও ভাইরাল (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলেছেন। না, কোনও সিনেমার পোস্টার বা দৃশ্যে নয় সোশ্যাল মিডিয়াও স্বল্পবসনা এক ছবি পোস্ট করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি উর্বশী রাউতেলা নিজের ইন্সটাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন যা এখন বেশ ভাইরাল। এই ছবিতে উর্বশীকে মালদ্বীপে সমুদ্রের ধারে সময় কাটাতে দেখা যাচ্ছে। এই ছবিতে নীল সমুদ্রের ধারে ছবির জন্য লাস্যময়ী এক পোজ দিয়েছেন উর্বশী রাউতেলা। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী । নীল রঙের বিকিনিতে মোহময়ী উর্বশীকে দেখে নিন একবার।

https://www.instagram.com/p/B9LvawoBdXw/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

অভিনেত্রী উর্বশী রাউতেলার এই ছবি অনুরাগীদের মন জয় করেছে এবং ফ্যানরা তাঁদের প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন। এছাড়াও উর্বশীর একটি জিমের ভিডিও ইন্টারনেট শোরগোল ফেলেছে। এই ভিডিওতে উর্বশীকে স্ট্রেচিং করতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় উর্বশীর ভিডিও মানেই তা এখন ভাইরাল।

সম্প্রতি উর্বশী রাউতেলার গান “এক ডায়মন্ড দা হার লেদে ইয়ার” মুক্তি পেয়েছে। এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ পছন্দ করছেন মানুষ। এর আগে উর্বশী রাউতেলাকে ‘পাগলপন্তি’ সিনেমায় দেখা গিয়েছে। এই চলচ্চিত্রে তার সঙ্গে অভিনয় করেন পুলকিত সম্রাট, অনিল কাপুর, জন আব্রাহাম, ইলিয়ানা ডি ক্রুজ এবং কৃতী খারবন্দা।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...