গোপালগঞ্জে পুলিশ সপ্তাহ উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

gopalgonj-pulice
গোপালগঞ্জে পুলিশ সপ্তাহ উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে র‌্যালী ।

পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জে পুলিশ সপ্তাহ উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে র‌্যালী ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে ।

রোববার সকালে পুলিশ সুপারের কার‌্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষি করে স্থানীয় পৌর পার্কের সামনে গিয়ে শেষ হয়।

এ র‌্যারীতে জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহাবুব আলি খান, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।

এছাড়া কোটালীপাড়া থানা পুলিশরে উদ্যেগে দুই শতাধিক গরীব শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরন করা হয়। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ফারুক উপস্থিত ছিলেন।

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...