পিবিএ, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনদের বরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে পৌর মেয়র ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কারিবুল হক রাজিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জিল্লার রহমান। অনুষ্ঠানে সহকারী শিক্ষক আজিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, প্রাক্তন প্রধান শিক্ষক আবদুর রশিদ, নজরুল ইসলাম, প্রধান শিক্ষক সিরাজউদৌলা, শিবগঞ্জ মহিলা কলেজের প্রভাষক হোসেনুল হায়দার বাবু, হাবিবুর রহমানসহ অন্যরা। পরে বার্ষিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল, ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়, বালিয়াদিঘি মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়।
পিবিএ/এআর