মুজিববর্ষ উপলক্ষে ইবি সিআরসি’র আলোচনা সভা

পিবিএ,ইবি: পথশিশুদের অধিকার নিয়ে কাজ করা সেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সিআরসি) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নবীন বরণ, আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গলবার দুপুরে টিএসসিসি’র ১১৬ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

সিআরসি ইবি শাখার সভাপতি ইমদাদ হোসনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. সাইফুজ্জামান, উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রভাষক হাফিজুল ইসলাম, সিআরসি’র কেন্দ্রীয় সভাপতি রাসেল আহম্মেদ রাজু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং উপস্থিত অতিথিবৃন্দসহ সিআরসি’র অগ্রগণ্য সেচ্ছাসেবকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিআরসি ইবি শাখার নারী ও শিশু বিষয়ক সম্পাদক আফসানা আক্তার মহুয়া, অর্থ সম্পাদক মাহবুব আকাশ ও সহ-অর্থ সম্পাদক মেহেদী হাসান আকাশ। প্রসঙ্গত, পথশিশুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিগত কয়েক বছর ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলা শহরগুলোতে সক্রিয়ভাবে কাজ করে আসছে সিআরসি’র সদস্যরা।

পিবিএ/আহসান নাঈম/বিএইচ

আরও পড়ুন...