প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে কারাগারে

পিবিএ ডেক্স: প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে আহসান হাবিব নিউটনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি রাজবাড়ী জেলার সাবেক ডিস্ট্রিবিউটর মেসার্স মাছরাঙ্গা এন্টারপ্রাইজের প্রতিনিধি।

জানা যায়, ১ বছর যাবত ডিস্ট্রিবিউটর হিসেবে দায়িত্বপালনকালে ব্যবসা পরিচালনার নামে উক্ত প্রতষ্ঠিান এবং তার ফরিদপুর ও রাজবাড়ী জেলার ১৭ জন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে মোট ২ কোটি ৩৫ লাখ ৬৮ হাজার ৬২৯ টাকা আত্মসাত করেন আহসান হাবিব নিউটন। এ ঘটনার পর গত বছরে ফরিদপুর জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে ফরিদপুরের ডিস্ট্রিবিউটর বাদী হইয়া তার বিরুদ্ধে মামলা করেন।

অতিরিক্ত চীফ জুডিসিয়াল মামলা নং ৬৫৩/২০১৯। গতকাল ফরিদপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল আদালতে উক্ত মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে উপস্থিত থেকে জামিন আবেদন করেন অভিযুক্ত আহসান হাবিব নিউটন। কিন্তু জামিন আবেদনটি বিজ্ঞ আদালত নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...