বেড়িয়ার ভেঙে ফেন্সিডিল বোঝাই গাড়ি পার করলো পুলিশ

bridge

 

পিবিএ, টাঙ্গাইল : উত্তরবঙ্গ থেকে আসা ফেন্সিডিল বোঝাই একটি কাভার্ডভ্যান আটকের পর বঙ্গবন্ধু সেতূর টোল না দিয়ে বেড়িয়ার ভেঙে গাড়ি পার করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এর আগে আটককৃত ওই গাড়ি সেতুর পশ্চিম পাড়ের টোল বেড়িয়ার ভেঙে চালক সেতু পার করে গাড়ি রেখে পালিয়ে যায়। আজ রবিবার সকাল ১০ টা ২৫ মিনিটে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড়ে ফেন্সিডিল বোঝাই একটি কাভার্ডভ্যানকে ঢাকা মেট্রো-ড ১৪-৭১৭৬) পুলিশ সিগনাল দিলে চালক তা অমান্য করে দ্রুত গতিতে সেতুর পশ্চিমের টোল প্লাজার ১০নং লেনের বেড়িয়ার ভেঙে সেতুতে উঠে পড়ে। পরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জু মোটর সাইকেল নিয়ে গাড়িটির পিছু নিয়ে সেতুর পূর্ব পাড় থেকে আটক করে। এ সময় কাভার্ডভ্যানের চালক ও অন্যান্যরা পালিয়ে যায়। পরে গাড়িটি আটক করে রাসেল নামের এক চালকের সহায়তায় এসআই রঞ্জু পূর্ব পাড়ের ৪নং লেনের টোল প্লাজার বেড়িয়ার ভেঙে গাড়ি ও মোটরসাইকেল নিয়ে সেতুর পশ্চিম থানায় নিয়ে যায়।

এ সময় টোল আদায়ে নিয়োজিত অপারেটররা গাড়ির ও মোটরসাইকেলের টোল চাইলে ওই পুলিশ কর্মকর্তা টোল না দিয়ে বেড়িয়ার ভেঙে চালককে সেতু পার করতে নির্দেশ দেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, গাড়িটি আটক করতে পারলেও গাড়ির চালকসহ অন্যান্যরা পালিয়ে গেছে। এ সময় গাড়িতে বিপুল পরিমাণ ফেনসিডিল পাওয়া গেছে। এ সময় গাড়িটি আনতে পূর্ব পাড়ে টোল দেয়া হয়নি। তবে পরবর্তিতে টোলের টাকা পাঠানো হয়েছে। তবে সেতুর টোল বেড়িয়ার ভাঙার কোন ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর তত্ত্বাবধায় প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিমের পুলিশের ওই কর্মকর্তা টোল না দিয়ে বেড়িয়ার ভেঙে গাড়ি পাড় করেছেন। এ বিষয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হবে বিভাগীয় বিচারের জন্য। এছাড়া সেতু কর্তৃপক্ষের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে পরামর্শ করে পরবর্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিবিএ/জিজি

আরও পড়ুন...