দক্ষিণ আফ্রিকা অধ্যাপক মফিজুর রহমানের সফর স্থগিত

পিবিএ,আরিফুর রহমান দিলু,দক্ষিণ আফ্রিকা: দক্ষিণ আফ্রিকায় অধ্যাপক মফিজুর রহমানের সফর স্থগিত করা হয়েছে, বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন মোঃ মোশাররফ হোসাইন, ইনচার্জ, কেন্দ্রীয় মনিটরিং সেল ইসলামিক ফোরাম অব আফ্রিকা।

তিনি জানিয়েছেন আজ ১২ ই এপ্রিল অধ্যাপক মফিজুর রহমানের তাফসীরুল কোরআন মাহফিলের করার উদ্দেশ্যে দক্ষিণ আফ্রিকা সফর করার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত বিশেষ কারণে উক্ত সফর স্থগিত করা হয়েছে।

এই লক্ষ্যে তিনি সম্মানিত সকল দায়িত্বশীল, কর্মী, শুভাকাঙ্ক্ষী ও প্রিয় দক্ষিণ আফ্রিকা প্রবাসী ভাই ও বোনদের প্রতি গভীর দুঃখের সাথে জানাচ্ছিলেন যে, অধ্যাপক মফিজুর রহমান স্যারের আগমন উপলক্ষে আয়োজিত সকল তাফসীরুল কোরআন মাহফিল স্থগিত করা হল। অধ্যাপক মফিজুর রহমান স্যারের বিশেষ কারণে তিনি আজ আসতে পারছেন না বলেই এই দুঃখজনক সিদ্ধান্ত নিতে হচ্ছে।

তাই পূর্বের উল্লেখিত আগামী ১৪ ই মার্চ রাষ্ট্রেনবার্গ, ১৫ই মার্চ ফ্রাইবার্গ, ১৮ মার্চ এয়ারমেলো, ১৯ মার্চ জোহানেসবার্গ, ২১ মার্চ ফ্রিস্টেট ভেলকম, ২২ মার্চ পোর্ট এলিজাবেথ এর অনুষ্ঠিতব্য সকল প্রোগ্রাম স্থগিত করা হয়েছে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...