পিবিএ,টাঙ্গাইল: কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক এর সাথে টাঙ্গাইল জেলার সকল কর্মকর্তাদের সাথে পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্চিত কুমার রায়সহ জেলা পর্যায়ের সকল কর্মকর্তাবৃন্দ।
এসময় কৃষিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক উপহার দেন টাঙ্গাইলের কর্মকর্তারা।
পিবিএ/ইএইচিকে