মেহেরপুরে সাংবাদিকের বাড়িতে হামলা

পিবিএ,মেহেরপুর: বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মেহেরপুর প্রতিনিধি মাহবুবুল হক পোলেনের বাড়িতে হামলা চালানো হয়েছে।

শুক্রবার রাত সোয়া ১০টার দিকে মেহেরপুর জেলা শহরের কাঁসারী পাড়ার পোলেনের বাসভবনে দুর্বৃত্তরা হামলা চালায়। এসময় পোলেন বাড়ি ছিলেন না।
সাংবাদিক পোলেন জানান রাতে আমার বাড়ির গেটে ৩-৪ জনের একটি দুর্বৃত্তদল হামলা চালিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। এসময় পরিবারের সদস্যরা চিৎকার দিলে, তারা পালিয়ে যায়।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা জানান পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের চিহ্নিত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

পিবিএ/জিএস সাজু/এমএসএম

আরও পড়ুন...