পিবিএ,চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নির্ধারিত তারিখেই হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন করোনা ভাইরাসের কারণে নির্বাচন বন্ধের কোন পরিবেশ এখনো সৃষ্টি হয়নি ।
শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত রিটার্নিং অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন,ভোটার উপস্থিতি নিশ্চিত করতে ২৯ মার্চ ভোটের দিন আধাবেলা অফিস আদালত খোলা থাকবে। এ ছাড়া ভোট কেন্দ্রের শৃংখলা রক্ষার স্বার্থে বুথ (ভোট কক্ষ) থেকে লাইভ সম্প্রচার করা যাবেনা। ভোটকেন্দ্রে পোলিং এজেন্টদের সুরক্ষা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনাও দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার । তিনি বলেন, নির্বাচনে বড় অভিযোগ- ভোটকেন্দ্রে থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়া। তবে কোনো পোলিং এজেন্ট নিজ দায়িত্বে যখন ভোটকেন্দ্রে প্রবেশ করবেন তখন তাদের নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলাবাহিনীর।
ইভিএম প্রসংগে সিইসি বলেন সুষ্ঠ এবং স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ইভিএম’র বিকল্প নেই। ইভিএম নিয়ে ভোটার এবং প্রার্থীদের মধ্যে যে শংকা বা সন্দেহ ছিল ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের পর তা দুর হয়েছে উল্লেখ করে তিনি বলেন চট্টগ্রামেও এ শংকা বা সন্দেহ আর থাকবেনা। বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার মাহাবুবর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, চসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান, সহকারী রিটার্নিং অফিসার মনির হোসেন খানসহ অন্যরা।
পিবিএ/জীবন মুসা/এমএসএম