পাকুন্দিয়ায় তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন

খুন
প্রতীকী ছবি।

পিবিএ,পাকুন্দিয়া: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে ভাই-ভাতিজার রামদা ও শাবলের আঘাতে মেনু মিয়া(৫০) গুরুতর আঘাত প্রাপ্ত হলে
ভাগলপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টার দিকে মারা যান মেনু মিয়া। নিহত মেনু মিয়া চরকুর্শা গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে। ঘটনার পরপরই গা-ঢাকা দেয় হত্যাকান্ডে জড়িত নিহত মেনু মিয়ার ভাই আব্দুল খালেক ও তাঁর ছেলে রনি।

রবিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের চরকুর্শা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরকুর্শা গ্রামের মৃত আব্দুল আলীর দুই ছেলে মেনু মিয়া ও আব্দুল খালেক নিজ নিজ ফসলি জমিতে পানিসেচ দিচ্ছেলেন। এসময় মেনু মিয়ার জমির কিছু পানি আব্দুল খালেকের জমিতে চলে যায়। এনিয়ে দুই ভাই মেনু ও খালেকের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এর একপর্যায়ে আব্দুল খালেক ও তার ছেলে রনি শাবল দিয়ে মেনু মিয়ার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় মেনু মিয়াকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ভাগলপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে মৃত্যু হয় মেনু মিয়ার।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার পরিদর্শক(তদন্ত) মো.মালেক খসরু খান জানান, ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

পিবিএ/এসএইচএইচ/জেডআই

আরও পড়ুন...