নগ্ন হয়ে বরফের পানিতে সাঁতার প্রতিযোগিতা!

nude

পিবিএ ডেস্ক : বরফের মতো ঠাণ্ডা পানিতে ৪০০ মিটার সাঁতারের প্রতিযোগিতায় ‘নগ্ন’ হয়েই নেমে পড়ছেন মানুষ। গতকাল শনিবার দক্ষিণ জার্মানিতে বরফের মতো শীতল দানিউব নদীতে এই প্রতিযোগিতায় সব বয়সের প্রায় ১,৯১৭ জন প্রতিযোগী নাম লিখিয়েছেন। ৫০ বছরে পা দিল এই শহরের এই সাঁতারের জনপ্রিয় এই প্রতিযোগিতা। বেশির ভাগ অংশগ্রহণকারীই নিওপ্রেন স্যুট, ভাইকিং হেলমেট এবং অন্যান্য রঙিন পোশাক পরেছিলেন। কিন্তু প্রবল এই ঠাণ্ডাকে অগ্রাহ্য করেই ৭০ জন প্রতিযোগী প্রায় নগ্ন হয়েই স্রেফ স্যুইম স্যুটটুকু পরে পানিতে নেমেছেন।

সংগঠকরা জানান, দানিউবের (জার্মান ভাষায় ডোনাউ) তাপমাত্রা ছিল ২.৫ ডিগ্রি সেলসিয়াস। প্রবল এই ঠাণ্ডায় ২০ জন প্রতিযোগী হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে পড়েন এবং পানি থেকে তাদের টেনে তুলে আনা হয়। এমন হাড় জমানো ঠাণ্ডা জলে সাঁতার কেটে আসার পরে স্বেচ্ছাসেবীরা প্রতিযোগীদের গরম গরম স্যুপ খেতে দেন।

মাইকেল মোয়েলার জানান যে, তিনি নিওপ্রেম পরেই প্রথম ২ বছর সাঁতার কেটেছেন। কিন্তু গত ১৩ বছর ধরে খালি গায়ে সাঁতার কেটেই বেশি আনন্দ পাচ্ছেন তিনি। তার কথায়, ‘খালি গায়ে ঠাণ্ডা জলে সাঁতার কেটে তরতাজা লাগে বেশ!’ অন্য প্রতিযোগী থমাস গিসফেল্ড জানান, এই অভিজ্ঞতা যথেষ্ট আনন্দদায়ক। তিনি বলেন, ‘যখন শরীর স্বাভাবিক হয়ে যায় তখন দারুণ লাগে, শ্যাম্পেনের মত মনে হয়, এরপর ঘন্টা খানেকের জন্য মনে হবে হাওয়ায় ভেসে বেড়াচ্ছেন আপনি। আমি সত্যিই হয়তো বর্ণনা করতে পারছি না, কিন্তু এটা এমনই।’

পিবিএ/জিজি

আরও পড়ুন...