পিবিএ ডেস্ক : উদ্বোধনী গেমে যখন ৪-১০ পিছিয়ে সাইনা নেহওয়াল, তখনই পায়ের চোটে খেলা ছাড়লেন তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের ক্যারোলিনা মারিন। ফলে, ইন্দোনেশিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন সাইনা নেহওয়াল।
গত দুই বছরে এটাই সাইনার প্রথম বিডব্লিউএফ খেতাব। ২০১৭ সালে মালয়েশিয়ায় শেষবার বিডব্লিউএফ খেতাব জেতেন তিনি। গত বছরে অনেকটা সময়ই চোটে ভুগতে হয়েছিল তাকে। ডিসেম্বরে বিয়েও করেছেন তিনি।
খেতাব জিতে সাইনা নেহওয়াল বলেছেন, ‘আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ বছর। তবে ফাইনালে যা হল তাতে ভাল লাগছে না। মারিন দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী। ও শুরুটা দারুণ করেছিল। তারপর যা হল তা দুর্ভাগ্য। আমি নিজেও চোট সারিয়ে উঠলাম সবে। আমি কেমন করছি, সেটা দেখে নেওয়ার জন্যই এই ইভেন্টগুলোয় খেলছি। মালয়েশিয়ায় সেমিফাইনালে উঠেছিলাম, এখানে ফাইনালে। ছন্দে ফেরার দিকে এখন তাকিয়ে রয়েছি।’
পিবিএ/জিজি