পিবিএ,ঢাকা : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্মরণকালের দ্বিতীয় বড় দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ১৯৬ পয়েন্ট বা ৪ শতাংশ। লেনদেনে অংশ নেওয়া প্রায় ৯৪ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। তবে আজ দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ৩২ কোটি ৯৪ লাখ ৬০ হাজার টাকা।
২০১৩ সালের ২১ অক্টোবর ডিএসই’র সূচক ছিল ৩৭৬৩ পয়েন্ট। অর্থাৎ ৬ বছর ৫ মাসের সর্বনিম্নে।
আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৭৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮৭৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ৩৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪০৬ কোটি ৬৩ লাখ ৯৫ হাজার টাকা।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিন শেষে সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৩৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭১টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ২৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৮ লাখ ১১ হাজার টাকা।
পিবিএ/জেডআই