র‍্যাব-এর ভ্রাম্যমাণ আদালতের অভিযান : নকল পণ্য জব্দ-জেল-জরিমানা

পিবিএ ডেস্ক: রাজধানী ঢাকার চকবাজার, সূত্রাপুর ও যাত্রাবাড়ির তিনটি স্থানে র‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল পণ্য জব্দ করেছে। নকল পণ্য উৎপাদন ও বাজারজাতের অভিযোগে ২ জনকে ১ বছর করে কারাদন্ড ও ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

গত ১৫ ও ১৬ মার্চ দুইদিনে র‍্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সারোয়ার আলম এর পরিচালনায় এবং র‍্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি এর সমন্বয়ে এই মোবাইল কোর্ট কার্যক্রম সম্পন্ন করা হয় ।

র‌্যাব সূত্র জানায়, পৃথকভাবে ঢাকার চকবাজার থানাধীন দেবিদাস ঘাট লেন এলাকায় “শাহীন কসমেটিকস লিমিটেড” অভিযান চালিয়ে অনুমোদনহীন, নকল, ক্ষতিকর ও নিম্নমানের প্রায় ০১ কোটি টাকার নকল ও ভেজাল প্রসাধনী জব্দ করে ধ্বংস করা হয়। একইভাবে রাজধানীর সূত্রাপুর এলাকায় একটি নকল মোবিল তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১৪০০ লিটার(০৭ ড্রাম) নকল ও ভেজাল মোবিল জব্দ করা হয়। যাত্রাবাড়ী এলাকায় “আসমা ট্রেডার্স” নামে একটি কোম্পানিকে নকল ও ভেজাল মোবিল এবং লুব্রিক্যান্ট তৈরি করার দ্বায়ে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা জরিমানা করেন। নকল প্রসাধনী তৈরি, মজুদ ও বাজারজাত করার দ্বায়ে ০১ জনকে ০১ বছর বিনাশ্রম কারাদন্ড ও ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা জরিমানা করেন। নকল ও ভেজাল মোবিল উৎপাদনের দ্বায়ে ০১ জনকে ১ বছরের কারাদন্ড এবং ২,০০,০০/- ( দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়। এসময় কারখানাটি সিলগালা করা হয়। কোম্পানিটি দীর্ঘদিন ধরে নকল মোবিল উৎপাদন করে বিভিন্ন নামি-দামি ব্রান্ডের নামে উচ্চ মূল্যে বাজারজাত করে আসছিল।

এছাড়া ভ্রাম্যমান আদালত রাজধানীর সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে প্রেরণ করা হয়েছে।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...