পিবিএ ডেস্ক: বিশ্বের অন্যতম আকর্ষণীয় ও নান্দনিক স্থাপনা ভারতের তাজমহল আজ মঙ্গলবার থেকে দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর ফলে আগামী ৩১ মার্চ পর্যন্ত দর্শনার্থীদের জন্য তাজমহল বন্ধ থাকবে।
আলজাজিরা, বিবিসি, এনডিটিভি, সিএনএনসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, করোনাভাইরাসের বিস্তার রোধে বিশ্বের অন্যতম শীর্ষ পর্যটন আকর্ষণ তাজমহল বন্ধ করা হয়েছে। আজ মঙ্গলবার নিজের টুইটার অ্যাকাউন্টে তাজমহল বন্ধ রাখার ঘোষণা দেন পর্যটনমন্ত্রী প্রাহ্লাদ সিং প্যাটেল।
টুইটারে তিনি লিখেছেন, ‘টিকেট করে প্রবেশ করতে হয় এমন সব ধরনের স্মৃতিস্তম্ভ ও অন্যান্য সব জাদুঘর ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’
৩১ মার্চের পর পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী প্রাহ্লাদ সিং প্যাটেল।
ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, ‘প্রেমের স্মৃতিস্তম্ভ’ তাজমহল দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটক জড়ো হন, তাই এটি ‘বন্ধ করা জরুরি হয়ে পড়েছিল’।
মোগল সম্রাট শাহজাহানের তৈরি এই সমাধিটি দেখতে প্রতিদিন ৭০ হাজারের মতো পর্যটক আসেন বলে জানিয়েছে বিবিসি।
এনডিটিভি জানিয়েছে, ভারতে নভেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১২৫ জনে দাঁড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত তিনজন ভাইরাসটির সংক্রমণে সৃষ্ট রোগ কভিড-১৯ এ ভুগে মৃত্যুবরণ করেছেন। আজ মহারাষ্ট্রের মুম্বাই শহরের একটি হাসপাতালে ৬৪ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়।
এর আগে গত সপ্তাহে দিল্লিতে ৬৮ বছর বয়সী একজন নারী ও কর্নাটকে ৭৬ বছর বয়সী আরেক নারীর মৃত্যু হয়েছিল। এ পরিস্থিতিতে ভাইরাসটির ছড়িয়ে পড়া রোধে তাজমহলের পাশাপাশি দেশটির অন্যান্য গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ, জাদুঘর, প্রাচীন দুর্গ, ঐতিহ্যবাহী ভবনও বন্ধ করে দেওয়া হয়েছে।
ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০১৮ সালে প্রায় ৬৫ লাখ লোক তাজমহল দেখতে গিয়েছিলেন।
পিবিএ/এএম